
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে গোপালগঞ্জে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে জেলায় টানা বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা।
বৃষ্টি থাকায় কাজের অভাবে অলস সময় কাটাতে হচ্ছে তাদের। বৃষ্টিপাতের ফলে রাস্তা ঘাট ফাঁকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। বৃষ্টিপাতের ফলে শীতকালীন সবজির চারা মারা যাওয়ায় আশঙ্কায় রয়েছে কৃষকেরা।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলাও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
বিবার্তা/শান্ত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]