কা‌লিয়া‌কৈ‌রে বন বিভা‌গের জ‌মি‌তে গ‌ড়ে তোলা অবৈধ ঘরবা‌ড়ি উচ্ছেদ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০৫
কা‌লিয়া‌কৈ‌রে বন বিভা‌গের জ‌মি‌তে গ‌ড়ে তোলা অবৈধ ঘরবা‌ড়ি উচ্ছেদ
গাজীপুর প্র‌তিনি‌ধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশা‌গেট এলাকায় বন বিভাগের জমিতে গড়ে তোলা অবৈধ ঘরবা‌ড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়ে‌ছে।


২৩ অক্টোবর, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার পূর্বচান্দরা পাশাগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান প‌রিচালনা ক‌রেন বন বিভাগ।


বন বিভাগ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে উপজেলার পূর্বচান্দরা পাশাগেট এলাকায় বিএনপির পরিচয় ব্যবহার করে ভূমিদস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে প্রায় আড়াই শত অবৈধ ঘরবা‌ড়ি ও স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি।


বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলা দায়ের করেছেন। প‌রে বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করেন। এতে অংশ নেন বিভাগীয় চারটি রেঞ্জের ২৫ বিটের ৮০ জন বন কর্মকর্তা।


এ সময় বনের জমিতে গড়ে তোলা কয়েকশ অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।


ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা রেজাউল আলম জানান, গত ৫ আগস্টের পর স্থানীয় ভূমিদস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায়। এমনকি বন বিভাগের কর্মীদের ওপরও হামলা চালায়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাক‌বে ব‌লেও জানান তি‌নি।


বিবার্তা/তু‌হিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com