সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২১:১৯
সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল করেছে দ্বীপের মানুষ। একই সময় সম্প্রতি সেন্টমার্টিন নিয়ে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।


২৩ অক্টোবর, বুধবার বিকালে সেন্টমার্টিন বাজারে ব্যবস্যায়ীদের উদ্যোগে আয়োজিত বিশাল গণমিছিলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।


গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য সৈয়দ আলম, স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন, আবদুর রহমান মেম্বার, আলী হায়দার, মাস্টার আয়াতুল্লাহ খোমেনি, মাস্টার মাহবুব আলম, মাস্টার আয়াজ, জিয়াউল হক জিয়া, ইসহাক চৌধুরী, এম এ তাহের শাহীন প্রমুখ।


এতে বক্তারা বলেন, দ্বীপের পরিবেশের জন্য মায়া রাখতে হলে, দ্বীপে বসবাসরত মানুষ জীবিত রাখতে দ্বীপকে আগের মতো পর্যটক উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌ যান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।


উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, সেন্টমার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাতে থাকতে পারবেন না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচ্ছন্নতার কাজ চলায় সেসময় কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।


বিবার্তা/ফরহাদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com