অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নারী আটক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৮:২৮
অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নারী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে মনিকা রায় (৫৬) নামের এক ভারতীয় নারী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।


২২ অক্টোবর,মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির টহল দল তাকে আটক করে।


এসময় ভারতীয় নাগরিক মনিকা রায় এর কাছ থেকে ১টি ভারতীয় (৬০৭৭২৭৬০৮৮৪৬) নম্বরের আধার কার্ড, ১টি পুরাতন কাপড়ের ব্যাগ, ভারতীয় ৫৩৫ রূপী, বাংলাদেশি ৬০০/- টাকা, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল ও স্বর্ণের ২টি আংটি পাওয়া যায়।


আটককৃত ভারতীয় নাগরিক মনিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পারুলিয়া গ্রামের প্রেম লাল রায় এর স্ত্রী।


মনিকা রায়কে আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মনিকা রায় নামে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রত্যাগমনের সময় বিষ্ণপুর সীমান্ত পিলার ২০১১/২-এস হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব কালাছড়া নামক স্থান হতে বিষ্ণপুর বিওপির টহল দল তাকে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ৪ মাস পূ্র্বে অবৈধভাবে ফেনী সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমন পূর্বক নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলায় অবস্থিত মেয়ের বাড়িতে অবস্থান করে। ২২ অক্টোবর (মঙ্গলবার) ট্রেন যোগে আখাউড়া রেলস্টেশনে আগমন করে ৫ হাজার টাকার বিনিময়ে দুইজন বাংলাদেশি মানব পাচারকারী দালালের সহযোগিতায় পূর্ব কালাছড়া নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমনের সময় বিষ্ণপুর বিওপির টহল দলের নিকট আটক হয়। পরে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক মালামালসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com