আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৮ চাষীর মাঝে মাছের পোনা বিতরণ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৭:১৩
আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৮ চাষীর মাঝে মাছের পোনা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।


২৩ অক্টোবর, বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পোনা বিতরণ করা হয়।


সংশ্লিষ্টরা জানান, ১১৮জন চাষীর মাঝে মোট ১১৮০ কেজি পোনা বিতরণ করা হয়। একেকজন চাষী ১০ কেজি করে পোনা পেয়েছেন। প্রতি কেজিতে ৮০-৯০টি করে পোনা রয়েছে।


পোনা বিতরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, প্রান্তিক পর্যায়ের চাষীদের মাঝে মাছের পোনা দেওয়া হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com