নির্যাতন করে স্বীকারোক্তি আদায়, পিবিআই'র ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৪
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়, পিবিআই'র ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান সাবেক ডিআইজি বনোজ কুমার মজুমদারসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে ফেনী আদালতে মামলার আবেদন করেছেন সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীর পরিবার।


২৩ অক্টোবর, বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ মামলা দায়ের করেন নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ মামুনের মা নুর নাহার।


আদেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার গোবিন্দ দাস।


বাদি অভিযোগ করেন, তার মাদরাসা পড়ুয়া ছেলেকে রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়, ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও কললিস্ট গায়েব করে আত্মহত্যাকে হত্যায় রুপান্তর করে ১৬জন নিরীহ ব্যক্তিকে ফাঁসিয়েছে পিবিআই’র সাত কর্মকর্তা। তাদের বিচার চেয়ে মামলার আবেদন করেন তিনি।


মামলার অপর আসামীরা হলেন, পিবিআই পুলিশ সুপার মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিদর্শক শাহআলম, পরিদর্শক রতেফ চন্দ দাস, পরিদর্শক লুৎফুর রহমান ও পরিদর্শক সন্তোশ চাকমা।


বাদীপক্ষের আইনজীবী কামরুল হাসান জানান, আদালতে দীর্ঘ শুনানি হয়েছে। আদেশের অপেক্ষায় আছে।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com