
গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ৩০০ বেকার যুবক-যুবতীকে তিনটি ট্রেডে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
২৩ অক্টোবর, বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ফ্রিল্যান্সিং, সেলাই প্রশিক্ষণ ও রান্না-বান্না বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে বিভিন্ন মেয়াদে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা স্ব স্ব কাজে আত্মনিয়োগ করে স্বাবলম্বী হতে পারবে।
বিবার্তা/শান্ত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]