গোপালগঞ্জে কলেজের শিক্ষার্থীদের পার্কে আড্ডা, আটক ৪০
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৯:২৪
গোপালগঞ্জে কলেজের শিক্ষার্থীদের পার্কে আড্ডা, আটক ৪০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে ১৪ জন ছাত্র ও ২৬ জন ছাত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ।


মঙ্গলবার (২২ অক্টোবর) পার্কে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে তাদের হস্তান্তর করা হয়।


জানা যায়, শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সময় কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিয়ে থাকেন। যার কারণে অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে ২৬ জন মেয়ে শিক্ষার্থী ও ১৪ জন ছেলে শিক্ষার্থীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।


আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


বিবার্তা/শান্ত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com