
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।
২২ অক্টোবর, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে আসা কয়েকজন ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান।
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছিল। জয়দেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]