
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর, মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে একটি র্যালি শহরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও তরুণ সমাজ সেবক মো. ইসমাইল হোসেন সবুজ।
এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহসভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ।
বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন এবং আর কোন জনকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিবার্তা/মামুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]