
রাজবাড়ীতে পানিতে চুবিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২২ অক্টোবর, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মনির হাসান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর পূর্বে পারিবারিকভাবে মনির হাসানের সাথে হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিয়ের পর মনির হাসান তার স্ত্রী হাসি বেগমের বাড়িতে ঘরজামাই থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। মনোমালিন্যের এক পর্যায়ে ২০২৩ সালের ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান স্ত্রীকে কৌশলে গোয়ালঘরে নিয়ে গরুর খাবার দেওয়ার চাড়ির পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের ভাই ইয়াকুব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন।
রাজবাড়ী জেলা বারের আইনজীবী বিজন বোস জানান, দ্রুত সময়ের মধ্যে মামলায় রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]