
রাজবাড়ীতে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
২২ অক্টোবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষমম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার ব্যানারে শহরের পান্না চত্বর এলাকায় জমায়েত হয় শিক্ষার্থীরা।
পরবর্তীতে সেখান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি পদত্যাগ না করলে পুনরায় তারা মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবেন।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]