কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৬:৫৪
কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে আন্ডারপাস রাস্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।


২২ অক্টোবর, মঙ্গলবার সকালে এ মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে ১০ কি.মি. যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সল্লা গ্রামের উপর দিয়ে মহাসড়ক হওয়ায় এই এলাকার বাজারটি পূর্বে অংশে পড়লেও ১১টি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ অংশে পড়ে। ফলে মৃত্যুকে হাতে নিয়ে ছাত্র-ছাত্রীদের মহাসড়ক পারাপার হতে হয়। পাড় হতে গিয়ে প্রায়ই এখানে দুর্ঘটনার কবলে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। প্রাণ হারায় অনেক শিক্ষার্থী। এদিকে বাজার পূর্বাংশে হওয়ায় দক্ষিণ পার্শ্বের জনসাধারণের বাজারঘাট করতে এসেও এ যাবত প্রাণ হারিয়েছে অনেকে। আর যাতে প্রাণ না হারায় এজন্য মহাসড়কের নীচ দিয়ে চলাচলের জন্য আন্ডার পাসের দাবি করেন তারা।


তারা আরও বলেন এ দাবি তাদের সম্প্রীতি নয়, এটা দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরাসহ তারা রাস্তায় নেমেছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।


এ বিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত জনসাধারণের দাবি পূরণের চেষ্টা করা হবে।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com