লামায় বিশ্বখাদ্য দিবস উপলক্ষ্যে গ্রাউসের কুইজ প্রতিযোগিতা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৪:২৯
লামায় বিশ্বখাদ্য দিবস উপলক্ষ্যে গ্রাউসের কুইজ প্রতিযোগিতা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্বখাদ্য দিবস- ২০২৪ উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


২১ অক্টোবর, সোমবার দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের’ আওতায় উপজেলার সরই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান।


এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমির উদ্দিন ও গোলাম রসুল, সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, ফিল্ড অর্গানাইজার মেমং মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।


আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যসব উপস্থিত শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করে গ্রাউস কর্তৃপক্ষ।


এর আগে সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার পরিচিতি তুলে ধরতে আয়োজন করা হয় ‘খাদ্য কর্নার’। কর্নারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন ও পানি জাতীয় খাদ্য প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সুষম খাদ্যের পরিচিতি সহ মানব দেহের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। এদিন উপজেলার গজালিয়া, ফাইতং ও লামা সদর ইউনিয়নেও একই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।


এ বিষয়ে সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে গ্রাউস এর অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে উপজেলার সরই উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ফাইতং, গজালিয়া ও লামা সদর ইউনিয়নে এক যোগে খাদ্য দিবস পালন করা হয়।


তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিজের বয়স, চাহিদা ও পরিশ্রম অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এ সুষম খাদ্যের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, শক্তি উৎপাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়ে থাকে বলেও জানান প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com