কাশিয়ানীতে চুরির অপবাদে ছেলেকে জরিমানা, বাবার আত্মহত্যা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৯:১২
কাশিয়ানীতে চুরির অপবাদে ছেলেকে জরিমানা, বাবার আত্মহত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক মটর চুরি করার দায়ে সুজয় বর সহ দুই যুবককে সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে।এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে সুজয় বরের বাবা অমল বর (৬২) গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।


সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটে।


পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ওই গ্রামের কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করা হয়। পরে বিষয়টি নিয়ে গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় সালিশদাররা ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়।


এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরনের কটূক্তি করে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশে একটি ভিটায় গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে তিনি। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


সালিশদার ও হাতিয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নরোত্তম সিকদার বলেন, গ্রামের পঙ্কজ সরকার, নিত্য মজুমদার, বিভূতি বিশ্বাস, বলাই ভক্তসহ অর্ধশতাধিক গ্রামবাসীর উপস্থিতিকে চুরির বিষয়টি স্বীকার করে। এর আগেও তারা গ্রামের বিভিন্ন জিনিসপত্র চুরি করে ধরা খায়। সেসব বিষয়ও তারা সালিশদারদের সামনে স্বীকার করায় এই দুই যুবককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ব্যাপারে হাতিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, সালিশ ও চুরির কোন ঘটনা আমাকে জানানো হয়নি। শুনেছি ওই ওয়ার্ডের মেম্বার নরোত্তম সিকদার ও নিত্য মজুমদার সালিশ দরবার করে এই দুই যুবককে জরিমানা করে। এরই ফলে অভিযুক্ত সুজয় বরের বাবা অমল বর অপমান সইতে না পেরে আত্মহত্যা করছে। বিষয়টি আমি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বিবার্তা/শান্ত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com