
টাঙ্গাইলের গোপালপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণ।
২১ অক্টোবর, সোমবার সকালে উপজেলার শাখারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শাখারিয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী নুরজাহান খাতুন (৪৮) ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের লাল খানের ছেলে রোকনুজ্জামান রোকন খান (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. নুরুজ্জামান ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের ১৪’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, আটককৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]