
মোংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী 'এইচপিভি' টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মো: শাহিন সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মো: শাহিন জানান, আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশি নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
তিনি আরও বলেন, ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লাখের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে প্রায় তিন লাখ মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০ ভাগই মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে। দেশের ৭টি বিভাগে আগামী ২৪ অক্টোবর থেকে একযোগে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। বাগেরহাটের মোংলা উপজেলায় ৬ হাজার ৮শ' ৫৩ জন কিশোরী ওয়ানলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ পাবেন। এক্ষেত্রে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। যুক্তরাজ্যের একটি কোম্পানি এ টিকা সরবরাহ করছে। প্রতিটি টিকার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। যা সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর বিনামূল্যে প্রদান করবে।
আগামী ২৪ অক্টোবর থেকে ১৮দিন ব্যাপী (৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি ছাত্রী) স্কুল ও কমিউনিটি পর্যায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা প্রদান করা হবে বলে এ সভায় জানানো হয়। এ টিকাদান কর্মসূচির প্রতিপাদ্য ছিল এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন।
এ সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, মেডিকেল অফিসার ডা: মোহাইমেন ইবনে মোস্তাফিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা: আফসানা নাঈমা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবকুমার পাল, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল ও পুলিশ কর্মকর্তা(ওসি তদন্ত) প্রভাষ মল্লিক সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]