
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ মো. মমিন শেখ (৪১) নামে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২০ অক্টোবর, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. মমিন শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন বলেন, মমিন শেখ কে তার নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে লোহা ও কাঠের তৈরি একটি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপ গান, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
তিনি আরও বলেন, সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]