নোয়াখালীতে দুই সাংবাদিকের উপর হামলার তিনদিন পর মামলা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৪:৩৬
নোয়াখালীতে দুই সাংবাদিকের উপর হামলার তিনদিন পর মামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা অফিসে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার তিনদিন পর মামলা নিয়েছে পুলিশ। গত ১৬ অক্টোবর (বুধবার) দুপুরে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরদিন (১৭ অক্টোবর) ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান সুধারাম মডেল থানায় মামলা দেন।


২০ অক্টোবর, রবিবার দুপুরে সুধারাম মডেল থানায় মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।


মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্তকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


মামলার বাদী মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক বাংলা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ বাংলার জেলা প্রতিনিধি এবং নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য । এঘটনায় দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাওলা জিয়াউল আহসান সুজনকেও লাঞ্ছিত হন।


মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি বলেন, ‘মামলাটি তদন্তের পর দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই আসামি পলাতক আছেন। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।’


প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর (বুধবার) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ে উপ পরিচালক বরাবরে তথ্য চেয়ে আবেদন ফরম জমা দিতে যায় সাংবাদিক মাহবুবুর রহমান ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন। সেখানে উপপরিচালক (বীজ বিপণন) নুরুল আলমের সঙ্গে তার কক্ষে কথা বলার সময় প্রতিষ্ঠানের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্ত কক্ষে প্রবেশ করে হঠাৎ ভিডিও করা শুরু করেন।


একপর্যায়ে সাংবাদিকেরা চাঁদা নিতে এসেছেন, এমন দাবি করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাকে চিৎকার-চেঁচামেচি ও ভিডিও করা বন্ধ করতে বলা হলে কর্মচারী মিরাজ হোসেন তাকে কিলঘুষি দিতে শুরু করেন। পরে মারধরের জন্য লাঠি নিতে মিরাজ কক্ষ থেকে বের হলে কক্ষে থাকা অপর সাংবাদিক রকিবুল আহসান দরজা বন্ধ করে দেন।


গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপ পরিচালক নুরুল আলম এ ঘটনার ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দেন। চিঠিতে স্টোরকিপার মিরাজ হোসেনকে তিন কার্যদিবসের মধ্যে ‘এঘটনা কেন ঘটিয়েছেন’ মর্মে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/সুমন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com