
বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ অক্টোবর, রবিবার গোপন সংবাদের ভিক্তিতে বিকাল ৩টার দিকে চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জনকে আসামি করে ২৭ শে আগস্ট একটি নাশকতার মামলা দায়ের করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, রবিবার বিকালে পুলিশ চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে নাশকতা ও ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]