
গোপালগঞ্জে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মুন্সিসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় ৩জন ও সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানো মামলায় ১জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
১৯ অক্টোবর, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ২০ অক্টোবর, রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সী, ছাত্রলীগ কর্মী সাব্বির মুন্সী ও রানা মোল্লা এবং সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেয়া মামলায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকে এরা দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিল। পুলিশের নিয়মিত অভিযানে এদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে যার যার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। তার গাড়ি বহরটি এ দিন বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গাড়ি বহরে হামলা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।
এছাড়া, গত ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ মহাসড়কে অবরোধ করে যান চলাচলে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর করে। এ তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সেনা ক্যাম্পের মেজর মো. আকিকুর রহমান রুশাদের নেতৃত্বে একটি টহল দল সেখানে গেলে আন্দোলনকারীরা সেনা সদস্যদের উপর হামলা করে এবং দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় সেনাবাহিনীর একটি জিপ ভাঙচুর করে পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে।
বিবার্তা/শান্ত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]