
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের নুরুল হকের ছেলে ও ফেনী সরকারি কলেজের ডিগ্রির ছাত্র।
২০ অক্টোবর, রোববার দুপুরে ট্রাংক রোডের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুপুর ১টার দিকে ট্রাংকরোডের খাজুরিয়া এলাকা পার হওয়ার সময় ট্রাক ও সিএনজির ধাক্কায় মারাত্মক আহত হন মাসুদ। পথচারীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফিরোজ ভুঁইয়া জানান, ক্লাশ শেষে মোটরসাইকেল মেরামতের জন্য খাজুরিয়া গিয়েছিল মাসুদ। সেখানে প্রথমে সিএনজির ধাক্কা, পরে ট্রাক চাপায় মারাত্মক হয়।
ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, গাড়িগুলো পথচারীরা আটক করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]