
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃতরা হলো মো. মশিউর রহমান শামিম (৪৭) এবং মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানাধীন জেলিয়াখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেলসহ দুইজন কে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটক হরিণ শিকারি ও উদ্ধার হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
বিবার্তা/জাহিদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]