ফেনী ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২১:০০
ফেনী ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক মেজবাহ উদ্দিন সাঈদ বলেছেন, আমরা অনেকেই ব্যবসা করতে গিয়ে কারণে-অকারণে হালাল ব্যবসাকে হারাম করে ফেলি। তাই ব্যবসায় সততা ও সত্যবাদিতাকে গুরুত্ব দেয়ার অনুরোধ রইল।


১৯ অক্টোবর, শনিবার সকালে ফেনী ফুড গার্ডেন রেস্তোরাঁয় ফেনী ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (এফটিএএ) এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ফেনীর ট্রাভেল ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকবো। ট্রাভেলার বা যাত্রীদের সাথে কোন প্রকার প্রতারণা এবং হয়রানি না করার‌ও আহ্বান জানান তিনি।


অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইসমাইল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টারলাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী, হায়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক সিরাজী, টেইক ট্রিপ লিমিটেডের চট্টগ্রাম জোনের ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শহিদ ট্রাভেলস এর প্রোপাইটর শহিদুর রহমান, রুপালি পরিবহণ সংস্থার পরিচালক আলহাজ্ব মাইনুদ্দিন ভুঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম. আবদুর রহিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুর রহিম, ব্যবসায়ী গোলাম মাওলা প্রমুখ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিএস ট্রাভেলস এন্ড ট্যুরস’র ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও নিউ নাভা ট্রাভেলস’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইস্রাফিল আজাদ, আল-সাইফুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, মহিপাল আনন্দ ট্রাভেলস’র স্বত্বাধিকারী স্বপন চন্দ্র দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক ও সাদ ট্যুরস’র স্বত্বাধিকারী নুরুল আফসার মিলন, স্ক্যাই স্টার ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী নাজমুল হোসেন লাভলু, অর্থ সম্পাদক ও মহিপাল এয়ার ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী আলা উদ্দিন, হাজী ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জিল্লুর রহমান, মক্কা মদিনা হজ্ব কাফেলার স্বত্বাধিকারী ইকবাল হোসেন, ফেনী সিটি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির, ফাতিহা-নুর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: আবদুল মোতালেব পাটোয়ারী, আল-ইমরান ট্রাভেলস এন্ড ট্যুরস’র সিইও আশরাফিয়া জাহান, আল হাতিম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসুম বিল্লাহ, ছাগলনাইয়া চৌধুরী ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আতিক চৌধুরী, আনোয়ারুল আজিম পাটোয়ারী, শেখ আহমেদ, জয়নাল আবদীন, হারুনুর রসিদ, ইমরান হোসেন, মো. ইসমাইল হোসেনসহ ফেনী জেলার স্বনামধন্য শতাধিক ট্রাভেল এজেন্সির মালিকগণ।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com