টাঙ্গাইলে নির্মাণ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:২০
টাঙ্গাইলে নির্মাণ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল শহরে নির্মাণাধীন একতা টাওয়ারের শ্রমিকদের উপর হামলা-মারপিট, ভাঙচুর ও চাঁদা দাবির প্রতিবাদে ভবন মালিকরা মানববন্ধন করেছে।


১৯ অক্টোবর, শনিবার দুপুরে শহরের ময়মনসিংহ রোড সাবালিয়া এলাকায় অবস্থিত একতা টাওয়ারের সামনে টাওয়ারের শেয়ার হোল্ডার, নির্মাণ শ্রমিক ও সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এর আগে, এ ঘটনায় ১০/১২ জনকে আসামি করে একতা টাওয়ারের পরিচালক টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একতা টাওয়ারের সভাপতি মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।


তারা বলেন, আমরা টাঙ্গাইল অঞ্চলের ৯৭ জন বিভিন্ন পেশার কর্মজীবী একত্রে ময়মনসিংহ রোড সাবালিয়া এলাকায় একতা টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মাণ করছি। সম্প্রীতি স্থানীয় ১০/১২ জন লোক এসে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়া কাজ করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। দাবিকৃত টাকা না দেওয়ায় গত ১৬ তারিখ সন্ধ্যায় ওই লোকজন এসে ভবনের নির্মাণাধীন শ্রমিকদের মারপিটসহ ভাঙচুর করে। পরে টাওয়ারের পরিচালক রফিকুল ইসলাম বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা ওই চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


তারা আরও বলেন, অবিলম্বে ওই ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে পরবর্তীতে আরো বড় আকারে কর্মসূচির ঘোষণা দেন তারা।


এসময় একতা টাওয়ারের সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান শাহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মাহমুদুর রহমান মাসুদসহ শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com