
যৌথবাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া (৪৮)-কে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।
সুমন মিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি পৌরশহরের মধ্যপাড়ার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]