
ফেনীর সীমান্ত এলাকায় হঠাৎ বৃদ্ধি পেয়েছে সব ধরনের চোরাচালান। ইতোমধ্যে প্রশাসনের তৎপরতা জোরদার হয়েছে। সদর উপজেলায় পৃথক অভিযানে এক কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থানকাপড় ও থ্রিপিস জব্দ করা হয়েছে।
অবৈধ শাড়ি মজুদ করায় মোহাম্মদ ফাহাদ (২৭) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।
১৮ অক্টোবর, শুক্রবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাতিয়ারা এলাকা থেকে চালক ও মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬৩ বস্তা অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। সেখানে বিভিন্ন প্রকার এক হাজার ৯১৭ পিস শাড়ি ও ৩০৬ থ্রি-পিস পাওয়া যায়। কাভার্ডভ্যানসহ জব্দকৃত মালামালের মুল্য প্রায় এক কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা।
এর আগে সদর উপজেলার বারাহীপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে টাস্কফোর্স অভিযানে ওই এলাকার মো. রফিকের ছেলে মো. ফাহাদের (২৭) তত্ত্বাবধানে থাকা একটি গুদাম তল্লাশি করে ভারতীয় অবৈধ কাপড় জব্দ করা হয়। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]