ঢাকা-কক্সবাজার রুটে ২৩ থেকে ২৭ অক্টোবর বিশেষ ট্রেন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৮:২৭
ঢাকা-কক্সবাজার রুটে ২৩ থেকে ২৭ অক্টোবর বিশেষ ট্রেন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রযাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী।


তিনি বলেন, “নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।


“বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিটেনডেন্ট (পূর্ব) এর কার্যালয় থেকে পাঠানো অফিস আদেশে এই সিদ্ধান্তের বিষয়ে জানান হয়েছে। ”


তিনি জানান, কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ২৩ অক্টোবর রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। পথে চট্টগ্রামে ২০ মিনিটের বিরতি দিবে ট্রেনটি।


২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেবে। আর চট্টগ্রামে বিরতি দিয়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১০টায়।


একইভাবে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দ্যেশে যাত্রা করবে এই ট্রেনটি। যেটি ২৫, ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছেড়ে যাবে।


গোলাম রব্বানী বলেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।


মোট ১৮টি কোরিয়ান কোচের বিশেষ এই ট্রেনটিতে আসন সংখ্যা ৬৩৪। এতে কক্সবাজার যাতায়াত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করেন তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com