
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরান ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা তাঁতী লীগ সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার রাতে সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
১৮ অক্টোবর, শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত ১৯ জুলাই শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে শিক্ষার্থীরা মিছিল করে। এ সময় তাদের ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আন্দোলনকারীদের ওপর ছোড়া এলোপাথাড়ি গুলিতে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]