
ফেনীর মহিপালে ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ওসমানীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে ফেনীর মাস্টারপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন সোনাগাজীর পাইকপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
জানা গেছে, সরকার পতনের একদফা দাবিতে গত ৪ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণ করে আ’লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক সশস্ত্র নেতাকর্মী। এতে আটজন নিহত ও ৫০ জন আহত হয়। আহত ধলিয়া ইউনিয়ন যুবদলকর্মী মহিউদ্দিনের দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ওসমানীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
ধৃতের স্ত্রী বেগম গিয়াস জানান, ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, শিক্ষক গিয়াস উদ্দিন এজাহারনামীয় আসামি হওয়ায় বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]