
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির খিঁচুড়িপট্টি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার নিলুশেখের পাড়া গ্রামের মো. মুনছের আলী শেখের ছেলে সিদ্দীকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার মৃত কুটি শেখের ছেলে মো. আজগর শেখ (৪০) এবং উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে মো. শরীফ বেপারী (৩৫)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির খিঁচুড়িপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ২টি দা, ২টি চাকু জব্দ করা হয়। গ্রেপ্তার সিদ্দীকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ৬টি, মো. আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট ৯ এবং মো. শরীফ বেপারীর নামে ৪টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর আসামিদের বুধবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]