
রাজবাড়ীর পাংশায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম রিপন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রিপন একই ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহত রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে নয়ন মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]