
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে বর্তমানে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন। আয়-ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা সময়ে 'সবাই মিলে উৎসব সবাইকে নিয়ে বাংলাদেশ' স্লোগানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবকে ঘিরে আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসবকে সামনে রেখে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ির অরুনিমা কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “এক টাকায় প্রবারণার বাজার” নামের ভিন্ন এক আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির মাননীয় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
দিনব্যাপী খাগড়াছড়ির বিভিন্ন নিম্ন আয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু, মহিলা ও বৃদ্ধ এতে অংশগ্রহণ করেন এবং তারা এক টাকার বিনিময়ে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্য বাজার করেছেন।
সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ প্রায় ১৮ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল সেখানে, যেন এক সুপারশপ। প্রতিটি আইটেমের দাম মাত্র ১ টাকা! এই সুপারশপে প্রতি পরিবারের দুই জনের জন্য এক টাকা দিয়ে নতুন কাপড় কেনার ব্যবস্থা যেমন ছিল তেমনি ১ টাকা দিয়ে আরো ৫ টি যে কোনো আইটেম বাছাই করে কিনে নেয়ার ব্যবস্থা ছিল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ১ টাকার বিনিময়ে যে বাজার দিচ্ছে তা খুবই সাধুবাদ দেওয়ার যোগ্য। এখানে অন্যান্য ধর্মাবলম্বী ও জাতির দুঃস্থ মানুষও অংশ নিচ্ছে যেটা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে।
বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, আমরা প্রতিটি উৎসবে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে চাই সম্প্রীতি বন্ধন গড়তে। সেই সাথে নিশ্চিত করতে চাই উৎসবে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ।
বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে আরও বলা হয়, আমরা এখানে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। এসেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতে। সম্প্র্রীতির ভাঙা সেতুকে ভালোবাসা দিয়ে মেরামত করতে।
উৎসবে অংশ নেয়া উমেখিং মারমা বলেন, আমরা ভাবতেও পারিনি প্রবারণার আগে আমাদের দরিদ্র সমাজের জন্য কেউ এত আনন্দ আয়োজন করবে! আজ আমরা খুব খুশি বিদ্যানন্দ এই আয়োজন করেছে। তারা নতুন কাপড় দিয়েছে, এক টাকা দিয়ে সংসারের প্রবারণার বাজার করতে পেরেছি।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের সমন্বয়ক ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সেক্রেটারি জসিম উদ্দিন, সহ-সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।
দেশ-বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রণালয় কতৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক "কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট" পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]