সমুদ্রসীমায় অনুপ্রবেশ ও ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:১০
সমুদ্রসীমায় অনুপ্রবেশ ও ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ভিনদেশি (ভারত, মায়ানমার) জেলেদের মাছ শিকার বন্ধ করাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড।


১৫ অক্টোবর, মঙ্গলবার থেকে সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।


কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার মো. রাশেদুল করিম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে ভিনদেশি জেলেরা যাতে অনুপ্রবেশ করে এদেশের মাছ লুটে নিতে না পারে সেজন্য কোস্ট গার্ডের জাহাজগুলো দিয়ে সমুদ্রসীমায় টহল জোরদার করা হয়েছে। তারপরও কেউ যদি অনুপ্রবেশ ও মাছ ধরার অপচেষ্টা চালান তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন কোস্ট গার্ড। যদিও মা ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকি পুরো সময় ধরেই ভিনদেশি জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্ট গার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশিদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।


এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছেন উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে কোস্ট গার্ডের পক্ষ থেকে।


বিবার্তা/জাহিদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com