আখাউড়ায় সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৫:২২
আখাউড়ায় সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি।


সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার হীরাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন ভারতের সাংলী বোম্বে জেলার তাঁজগাও এলাকার মৃত রাজারাম কলির ছেলে সাগর রাজারাম কলি (২৩) ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের অবনী দেবনাথের ছেলে লিটন দেবনাথ (৩৬)।


বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, একজন ভারতে যাচ্ছিলেন এবং আরেকজন ভারত থেকে এসেছিলেন।


আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি এক বছর দুই মাস আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্বর্ণকারের কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় মানব পাচারকারী দালাল ও হীরাপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে বিজয় মিয়া (২৮) এবং আরমান আলীর ছেলে পারভেজ (২৮)-এর সহযোগিতায় তিনি ভারতে ফেরত যাচ্ছিলেন।


এ ছাড়া বাংলাদেশি নাগরিক লিটন দেবনাথ গত ১০ দিন আগে চুনারুঘাট সীমান্ত দিয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের আগরতলায় এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।


আটক হওয়া ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড তৈরির আবেদন ফরম পাওয়া যায়।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে, তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর এবং মানব পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/নিয়ামুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com