ফেনীতে তিন মাদকসেবীর জেল ও জরিমানা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২১:৪৮
ফেনীতে তিন মাদকসেবীর জেল ও জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ আদেশ দেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও শিফাত বিনতে আরার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।


এসময় তিনজনকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে নোয়াখালীর সুধারাম থানার শহীদুল ইসলামের ছেলে মো. ইউসুফ (৩২) কে ১৫ দিনের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা, ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. আলমগীর (২০) কে ১৫ দিনের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা এবং চৌদ্দগ্রাম উপজেলার জয়ন্তীনগর গ্রামের আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলাম স্বপন (৩৫) কে ২১ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে।


এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, সাজাপ্রাপ্ত তিন মাদকসেবীকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com