
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান গাড়ির যাত্রী রজব প্রামানিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জেকের প্রামাণিকের ছেলে।
১৪ অক্টোবর, সোমবার সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের নিকট এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রজব প্রামানিক তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানের বাজার করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এসময় গাড়াকোলা বাজারের নিকট পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।
বিবার্তা/মিঠুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]