
রাজবাড়ীর সোনাপুরে ভেজাল মদ্যপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আরও দুই জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।
নিহত জয় কুমার বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মাঝি পাড়া এলাকার বিধান কুমার বিশ্বাসের ছেলে। সে সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মদন কুমার বিশ্বাস (৪০) ও তার ছেলে
বিজয় কুমার বিশ্বাস (১৮)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর চন্দনা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি কয়েক জন প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে অতিরিক্ত পরিমাণে ভেজাল মদ্যপান করে। এদের মধ্যে একজন রাতেই বাড়িতে মারা যায়। আরও দুই জন অসুস্থ হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ আছে।
স্থানীয় তন্ময় কুমার বিশ্বাস বলেন, পূজার উপলক্ষ্যে মদের অতিরিক্ত চাহিদা থাকে। এসময় অতিরিক্ত মুনাফার আশায় মাদক ব্যবসায়ীর ভেজাল মদ বিক্রি করে। আমাদের এখানে অনেকেই ভেজাল মদ্যপান করে অসুস্থ হয়। এদের মধ্যে জয় নামে এক জনের মৃত্যু হয়েছে। আরও দুই জন অসুস্থ অবস্থায় ফরিদপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
সোনাপুর বাজারে পল্লি চিকিৎসক নীরোদ বরণ বিশ্বাস বলেন, জয় নামে একটি ছেলে অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে বলেছিল কয়েক দিন উপবাস থাকার কারণে গ্যাসের সমস্যা হয়েছে। আমি স্যালাইন ওষুধ দিয়ে চলে আসি। রাত ১ টার দিকে জয় কে পরিবারের লোকজন আমার বাড়ির সামনে ইজিবাইকে করে নিয়ে আসে। তখন তারা স্বীকার করে মদ্যপান করেছে। আমি বিপি দিয়ে চেকআপ করে দেখি সে মারা গেছে। তাদের কে বিষয় টি বললে তারা লাশ বাড়ি নিয়ে যায়।
নিহত জয়ের পিতা বিধান কুমার বিশ্বাস মদ্যপানের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন আমার ছেলে কখনো এসব পান করতো না।পূজায় উপবাস থাকার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে তার মৃত্যু হয়েছে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ কর বলেন, মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস মদ্যপানের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জয় নামে এক জনের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সোনাপুরে কয়েক জন পূজা উপলক্ষ্যে মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে, আরও দুই জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]