
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা, ১টি মোটর সাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ মিডিয়া উইংস-এর প্রেস রিলিজ জানানো হয়, বিজয়নগরের ২ নং চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের ফুলতলী টু হাজীপুর রাস্তা গামী হাফিজ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে থানা পুলিশের অভিযান চলাকালে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়।
১৩ অক্টোবর, রবিবার অনুমানিক রাত ১০টায় বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র)/ইউনুস মিয়া, সঙ্গীয় এএসআই (নিরস্ত্র)/আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার পরিচালনা অভিযান চলাকালে বিজয়নগরের ২নং চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের ফুলতলী টু হাজীপুর রাস্তা গামী হাফিজ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ ১ জনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি সৈকত চন্দ্র দাস (২৫ শিবরামপুরের মাধবপুর থানার হবিগঞ্জের নেপাল চন্দ্র দাসের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে বিজয়নগর থানায় জব্দকৃত আলামতসহ আসামি বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]