
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে অপু পাল (১২)।
১৩ সেপ্টেম্বর, রবিবার বিকাল ৪টার দিকে কালিহাতী পৌরসভার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেল চারটার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় অপু। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিবার্তা/বাবু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]