খাগড়াছড়িতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:০৩
খাগড়াছড়িতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক 'দুর্যোগ প্রশমন দিবস ২০২৪' উদযাপন উপলক্ষের খাগড়াছড়িতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে এই প্রশিক্ষণ দেয়া হয়।


খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো. জাকের হোসেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল তরিকুল আলম,খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের লিডার মো. জহিরুল আলমসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।


খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, জনসচেতনতা এবং যে কোনো দুর্যোগে সক্ষমতা অর্জনে এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। এতে প্রশিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসীসহ অনেকে অংশ নেন।


খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সৌজন্যে এ আয়োজন করা হয়।


বিবার্তা/আল-মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com