সাবেক এমপি রহিম উল্যাহ গ্রেফতার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৯:৫৪
সাবেক এমপি রহিম উল্যাহ গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তিনি ফেনীর শর্শদির টমটম চালক জাফর আহম্মদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।


১২ অক্টোবর, শনিবার বিকাল ৪টার দিকে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


র‍্যাব-২ ও ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ফেনী জেলরোডে টমটম চালক জাফর আহম্মদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর তার স্ত্রী আছিয়া বেগম বাদি হয়ে আ’লীগ ও সহযোগী সংগঠনের ২০৫ নেতাকর্মীর নামে একটি হত্যা মামলা দায়ের করেন।


উক্ত মামলায় ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি হাজী রহিম উল্লাহ এজাহারনামীয় আসামি। তিনি সোনাগাজীর সোনাপুর গ্রামের তায়েজ আহম্মদের ছেলে ও জেদ্দা মহানগর আ'লীগের সাবেক সভাপতি।


ধৃত হাজী রহিম উল্লাহর স্ত্রী পারভিন আক্তার জানান, র‍্যাব-২ এর একটি টহলদল বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২ এর বছিলা ক্যাম্পে নিয়ে যান।


এ ব্যাপারে র‍্যাব-২ এর অধিনায়ক আনোয়ার হোসেন খান জানান, আসামি ক্যাম্পে পৌঁছার পর মিডিয়া গ্রুপে জানানো হবে।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com