র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০০:৫৬
র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাব-৯ ও সেনাবাহিনীর ৩৩ বীরের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মুদ্রাসহ একেই পরিবারের ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ বীরের একটি আভিযানিক দল বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বিষ্ণুপুরে যৌথ অভিযান পরিচালনা করে ১২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র ও বাংলাদেশি ৯৯,১০০ টাকা , ভারতীয় ২,২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়ালসহ একেই পরিবারের ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোছা. রুবি আলমগীর ভূঁইয়া, স্বামী- আলমগীর ভূঁইয়া, সানি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া, সামি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া এবং সিয়াম ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া, উভয়দের বাড়ি বিষ্ণুপুর, বিজয়নগর।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অস্ত্র্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আসামি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েদা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com