ঢাকা-আরিচা মহাসড়কে সয়াবিন তেলসহ ১৬ টনের ট্রাক লুট
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:৪২
ঢাকা-আরিচা মহাসড়কে সয়াবিন তেলসহ ১৬ টনের ট্রাক লুট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট করেছে ডাকাতরা।


৯ অক্টোবর, বুধবার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকার ডেমরা এলাকার টিকে গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে এ ঘটনা ঘটে।


লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা।


ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত চারটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়।


তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ডাকাতরা ট্রাকের।


ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়।


পরে ধামরাইর সুতিপাড়া ব্রীজের নিচে মারধোর করে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে এগিয়ে যায়


বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার দুপুরে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি।


এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,অভিযোগ পেয়েছি সয়াবিন তেল উদ্ধারে অভিযান চলছে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com