
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের যৌনপল্লী থেকে সুমি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
৭ অক্টোবর, সোমবার দুপুর দেড়টার দিকে যৌনপল্লীর দবির শেখের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি সাত থেকে আট বছর এই বাড়িতেই ভাড়া থেকে যৌনকর্মী হিসাবে কাজ করতেন।
সুমি ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা গ্রামের কাদের ফকিরের মেয়ে।
কয়েকজন যৌনকর্মী বলেন, রবিবার(৬ অক্টোবর) দিবাগত রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত পল্লীর মধ্যে সাঈদের ঘরে নৃত্য করে সুমিসহ একাধিক নারী। ১২টার পর সে তার ভাড়া বাসায় যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জানা যায়, সুমিকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পল্লীজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]