
রাজধানীর ঢাকা কলেজের আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদ (ব্রহ্মপুত্র)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রুনা লায়লা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিবা সাহা ও সাগর আলী মণ্ডলকে উপদেষ্টা করে মোট ৮২ জনের নাম উল্লেখ করে কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হয়েছেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সন্তান শাকিল আহমেদ ও জামালপুর সদর উপজেলার সন্তান অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিস এর শিক্ষার্থী মাহফুজ রহমান নির্বাচিত হয়েছেন। ঢাকা কলেজ জামালপুর জেলা ছাত্র সংসদের উপদেষ্টা সোয়াইব আহাম্মেদ সজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ১ জন, সহ-সভাপতি হিসেবে বিভিন্ন বিভাগ থেকে ১৭ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ১৮ জন ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে ১০ জন শিক্ষার্থীসহ মোট ৮২ সদস্যের কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
বিবার্তা/মনির/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]