ঝিনাইগাতীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৪:০৬
ঝিনাইগাতীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


২ অক্টোবর, বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলার বিএনপি'র আহ্বায়ক ( ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।


এ বছর উপজেলার ১৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মাদক ব্যবহার রোধ, স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নিয়ে পূজাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com