
ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে কারখানায়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিলো।
বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার সন্ধ্যার ভবনের লিফটের গর্তে দুর্গন্ধ শুরু হলে থানাকে অবহিত করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বিবার্তা/সাজ্জাদুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]