
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে জঘন্য কটূক্তির প্রতিবাদে ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থন দেয়ার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর, রবিবার সকালে পোগলদিঘা ইউনিয়নের সর্বস্তরের তাওহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় থেকে বিভিন্ন স্লোগানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বয়ড়া রেল স্টেশন, আড়ির মোড়, বয়ড়া বাজার, ব্রীজপাড় প্রদক্ষিণ করে রুপালী ব্যাংক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা খোরশেদ আলম, হাফেজ ক্বারী মাসুদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইফতেখার বাপ্পি, পোগলদিঘা ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইজাজ আহম্মেদ কৌশিক, মুরাদ হাসান মাহিন, মোজাহিদুল ইসলাম মারুফ, সাকিবুল হাসান শান্ত, রেজুয়ান খান জতি প্রমুখ।
সমাবেশে বক্তারা ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ নবীজিকে নিয়ে কটূক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ রানের সমর্থনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ও বিশ্বের সকল মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]