
ময়মনসিংহের গৌরীপুরে মোটর সাইকেলের চাপায় স্বপন কুমার রাহা (৬৬) নামে এক চা দোকানি নিহত হয়েছে।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার রাতে পৌর শহরের কালীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বপন কুমার রাহা পৌর শহরের বাগানবাড়ি এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরের কালীপুর দৈনিক বাজারে স্বপনের চায়ের দোকান রয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চায়ের দোকান থেকে চায়ের কাপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে গৌরীপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর অবস্থা খারাপ হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
গৌরীপুর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]